হার্টে রিং স্থাপন

হার্টে রিং স্থাপন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় কোরোনারি স্টেন্টিং, হল একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে হার্টের ব্লক হয়ে থাকা রক্তনালীতে রিং বা স্টেন্ট বসিয়ে রক্ত প্রবাহকে স্বাভাবিক করা হয়। সাধারণত হৃদরোগের কারণে রক্তনালীর অভ্যন্তরে প্লাক জমে ব্লক সৃষ্টি হয়, যা হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন ঝুঁকি বাড়ায়। স্টেন্ট বসানোর মাধ্যমে এই ব্লক সরানো হয় এবং রক্তের সঠিক প্রবাহ বজায় রাখা সম্ভব হয়।